আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে মোহনবাগান ২ গোলে এগিয়ে থেকেও ড্র করল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে।    

আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে মোহনবাগান ২ গোলে এগিয়ে থেকেও ড্র করল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে।

মুম্বাই সিটি এফসি     ২           –             ২   মোহনবাগান 
(তিরি, থায়ার ক্রোমা, )                                                  (তিরি, আলবার্তো রডরিগেজ)

১৩ই সেপ্টেম্বর, শুক্রবার ছিল কোলকাতা সল্টলেক স্টেডিয়ামে একাদশতম  ভারতীয় সুপার লিগের উদ্বোধনী ম্যাচ। মূখোমূখী মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি। বৃষ্টিস্নাত সল্টলেক স্টেডিয়ামে খেলা শুরু হয় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এর আগে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগানের হেড টু হেড রেকর্ড খূব একটা সুখকর নয়।

আজকের ম্যাচের আগে পর্যন্ত একে  অপরের মূখোমূখী হয়েছে মোট ১২ বার। তার মধ্যে ৭ বারই জিতেছে মুম্বাই সিটি এফসি। দু বার  জিতেছে মোহনবাগান। তিন বার ম্যাচ ড্র  হয়েছে। তাই আজ আবার নিজেদের রেকর্ড উন্নত করার ও প্রমাণ করার আরেকটি সুযোগ নষ্ট।

আজ খেলার ৯ মিনিটের মাথায় গোলের ভাগ্য খূলে যায় মোহনবাগানের। লিস্টন কোলাসের ফ্রি কিক মুম্বাই সিটির তিরির শরীর স্পর্শ করে গোলে ঢূকে যায়। মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে। ২৮ মিনিটের মাথায় আবার আলবার্তো রডরিগেজ। জেসন কামিংস এর কর্নার কিক থেকে গোল করেন রডরিগেজ। প্রথমার্ধের শেষে মোহনবাগান এগিয়ে যায় ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান কোথায় যেন হারিয়ে গেলো। বারবার আক্রমণে মোহনবাগান ডিফেন্স ভেঙে পড়লো তাসের মতো। ৭০ মিনিটের মাথায় তিরির গোলেই ২-১ করে ব্যবধান কমায় মুম্বাই সিটি এফসি। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত মনে হয়ে ছিল এবার বোধহয় মোহনবাগান জিতেই মাঠ ছাড়বে। কিন্তু মোহনবাগান সমর্থকদের সেই ভাবনাকে নস্যাৎ করে ম্যাচের শেষ লগ্নেই আবার গোল। গোল করেন থায়ার ক্রোমা। স্কোর দাঁড়ায় ২-২। ৫ মিনিট স্টপেজ টাইম নিয়ে ম্যাচ শেষ হয় ৯৫ মিনিটে। জেতা ম্যাচ কার্যত ড্র করে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরল মোহনবাগান।

পয়েন্ট টেবিল:

ক্রমিক

    ক্লাব ম্যাচ সংখ্যা   জয়    ড্র  পরাজয়  পয়েন্ট
 ১ মোহনবাগান
মুম্বাই সিটি এফসি

 

Comments (0)

Leave a comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *