ইউরো ২০২৪,ফাইনালঃ ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ৪র্থ বার ইউরো সেরা স্পেন
ইউরো ২০২৪,ফাইনালঃ ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ৪র্থ বার ইউরো সেরা স্পেন
স্পেন – ২ (নিকো উইলিয়ামস ৪৭’, মিকেল ওয়্যারজাবাল ৮৬’)
ইংল্যান্ড – ১ (কোলে পারমার ৭৩’)
ল্যামিন ইয়ামাল টুর্নামেন্টের তরুণ খেলোয়াড় পুরস্কার পেলেন
রোড্রি পেলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ।
গোল্ডেন বুটটি ছয়জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করা হবে।
গোল্ডেণ বূট পেলেন স্পেনের ডানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মু সি য়ালা, নেদারল্যান্ড-এর কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান সারাণজ , জর্জিয়ার জর্জেস মিকাওটাডজে । গোল্ডেণ বূট একক জেতার সম্ভাব্না ছিল কেন ও ওলমোর। দুজনেই ফাইনালে গোল পাননি।
এবারের সারা ইউরোয় আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। ইংল্যান্ডকে খেলায় ফিরতেই দিল না। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত একই গতিতে খেলে গেলো তারা। দেখে মনে হয়েছে তারা আজ ইউরো জিততেই মাঠে ণেমেছে।
তরুণ ইয়ামাল দেখিয়ে গেলেন তাঁর প্রতিভার স্ফুরণ। আর একটি প্রতিভাবান ফুটবলার পেতে চলেছে ইউরোপ। নিকো উইলিয়ামস ৪৭ মিনিটে গোল করে এগিয়ে দেন স্পেনকে।
ম্যাচের সেরা নিকো উইলিয়ামস, ৪৭ মিনিটে অনবদ্য গোলে ১-০ তে এগিয়ে যায় স্পেন। এরপর কোলে পারমার ৭৩ মিনিটে গোল পরিশোধ করে দেন। খেলা চলতে থাকে, প্রতি আক্রমণে নাস্তানাবুদ ইংল্যান্ড। আজ ইংল্যান্ড রক্ষণাত্মক ফূটবো খেলে গেল। নির্ধারিত সময়ের খেলা শেষের চার মিনিট আগে গোল করে স্পেনকে এগিয়ে দেন বদলি মিকেল ওয়্যারজাবাল। চতুর্থ বার ইউরো শিরোপা তূলে নেয় স্পেন।
এবারের ইউরো তে পুরস্কার মূল্যের ছড়াছড়ি।
বিজয়ী স্পেন পেলো ২৮.২৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৬.৮৪ কোটি টাকা)।
রানার্স আপ ইংল্যান্ড পেলো পেলো ২৪.২৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২২০.৪৮ কোটি টাকা)।
🔝 performance
🔝 tournamentNico Williams is the real deal 👏@Vivo_GLOBAL | #EUROPOTM pic.twitter.com/lPu38RWoX0
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
Electric ⚡@Vivo_GLOBAL | #EUROPOTM pic.twitter.com/blD66zEnxk
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
It’s real ❤️#EURO2024 pic.twitter.com/0vHhut7EhH
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
Comments (0)