এখনও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিতে পারলো না বঙ্গ বিজেপিঃ ঢাকঢোল পেটানোই সার
গতকাল আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের বাকি আরও ১৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রয়েছে বেশ কিছু অপ্রত্যাশিত চমক।
এখনও চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বঙ্গ বিজেপি। যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, বীরভূম ও আসানসোল। ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিস্তর আলোচনা চলছে বিজেপির অন্দরে।
এদিকে লোকসভা ভোট শিয়রে। এতো তর্ক বিতর্ক যে কেন্দ্র নিয়ে, সেই ডায়মন্ড হারবার কেন্দ্রেই প্রার্থী ঠিক করতে পারছে না ? এতো অবিশ্বাস্য। যেখানে কেন্দ্রের প্রার্থীর নাম সবার আগে ঘোষণা করা উচিৎ।
২০২৪ লোকসভা নির্বাচনের বাকি আরও ১৯ জনের প্রার্থী তালিকা নিম্নরূপঃ
লোকসভা কেন্দ্র প্রার্থী
জলপাইগুড়ি: জয়ন্ত রায়
দার্জিলিং: রাজু বিস্তা
জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ
রায়গঞ্জ: কার্তিক পাল
বর্ধমান-দুর্গাপুর: দিলীপ ঘোষ
বর্ধমান পূর্ব: অসীমকুমার সরকার
মেদিনীপুর: অগ্নিমিত্রা পল
তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কৃ্ষ্ণনগর: অমৃতা রায়
বসিরহাট: রেখা পাত্র
বারাসত: স্বপন মজুমদার
দমদম: শীলভদ্র দত্ত
বারাকপুর: অর্জুন সিং
উলুবেড়িয়া: অরুণোদয় পালচৌধুরী
শ্রীরামপুর: কবীরশংকর বোস
আরামবাগ: অরূপকান্তি দিগড়
কলকাতা উত্তর: তাপস রায়
কলকাতা দক্ষিণ: দেবশ্রী চৌধুরী
মথুরাপুর: অশোক পুরকাইত
Comments (0)