টেস্টে বাংলাদেশের বিরুধ্যে পাকিস্তানের লজ্জার হার মেনে নিতে পারছেন না প্রাক্তন থেকে বর্তমান
টেস্টে বাংলাদেশের বিরুধ্যে পাকিস্তানের লজ্জার হার মেনে নিতে পারছেন না প্রাক্তন থেকে বর্তমান
শোচনীয় পরাজয় বাংলাদেশের কাছে। লজ্জার হার পাকিস্তানের। যে দেশের ফাস্ট বোলিং ছিল গর্বের আজ সেই বোলিং গর্ব মাটিতে মিশে গেল। নেতিজেনরা অনেকেই বলছেন, সদা বিশ্রাম ঘরে শান্তিতে ঘুমচ্ছে পাকিস্তান ক্রিকেট ।
রাওয়ালপিন্ডি তেই পিণ্ডদান হয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেটের। রাওয়ালপিন্ডির পিচ ছিল নির্যাসহীন। কিন্তু একই পিচে বাংলাদেশের ফাস্ট বোলাররা পাকিস্তানের বোলারের থেকেও ভাল বল করলো এবং উইকেটও তুলে নিল। পাকিস্তানের খেলয়ারদের দেখে মনে হল তারা মাঠে খেলার থেকে বেশী আনন্দ উল্লাসেই বেশী মগ্ন। যেমন অধিনায়ক তেমনি বোলার। অধিনায়ককে দেখে মনে হচ্ছে কোনও পাড়া ক্রিকেট খেলতে এসেছে। ক্রিকেটীয় বুদ্ধিমত্তার এতটুকু পরিচয় পাওয়া যায়নি ৫ দিনের টেস্টে।
প্রথম ইনিংসে পাকিস্তান ব্যাটাররা ভালই ব্যাট করছিলো। হঠাৎ ১১৩ ওভারের শেষে ডিক্লেয়ার ঘোষণা করে পাকিস্তান অধিনায়ক। তখন পাকিস্তানের স্কোর ছিল ৪৪৮/৬। ক্রিজে ১৭১ রানে ব্যাট করছিলেন মোহম্মদ রিজওয়ান এবং ২৯ রানে ব্যাট করছিলেন শাহিন আফ্রিদি। সাউদ শাকীল ১৪১ রানে করে ফিরে জান। এই সময় ডিক্লেয়ার ঘোষণায় ক্ষেপে যান রিজওয়ান। ব্যাট ছুড়ে ফেলে দেন এবং সান মাসুদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান। এমনিতেই উইকেট বোলারদের সহায়তা দিচ্চে না অপরদিকে ইনিংস ঘোষণা কাল হল পাকিস্তানের।পাকিস্তানের বোলিং –এ দেখা গেল না গতি না সুইং। এককথায় তুলধনা করলো বাংলাদেশ। পাকিস্তানের বোলিং গর্ব ধুলোয় মিশিয়ে দিল বাংলাদেস।না আছে শেখার চেষ্টা, না ধৈর্য না সংযম।
বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৫৬৫ রান। মুসফিকুর রহিম করেন অনবদ্য ১৯১ রান। মেহিদি হাসান করেন ৭৭ রান। পাকিস্তানের থেকে ১১৭ রানে এগিয়ে যায়।
অপর দিকে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৩০ রান। শেষ ও পঞ্চম দিনে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার পাকিস্তানকে হারাল বাংলাদেশ তাও আবার পাকিস্তানের মাটিতে।
সান মাসুদের অধিনায়কত্বের অধীনে বাংলাদেশের টাইগারের কাছে লজ্জাজনক পরাজয়ের পর গতরাতে পাকিস্তানের দলের বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা।
X cricketer Ramiz Raja bash pakistan under 19 team last night after shameful defeat by Bangladesh tigger under teen age Shan Masood captain.#PakistanCricket #Pakistan #BabarAzam pic.twitter.com/cpPWRXgP8V
— Ibrar Ahmad (@Ibrarahmad12560) August 26, 2024
Comments (0)