নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ,টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে ইংল্যান্ড

নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ,টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে ইংল্যান্ড

নেদারল্যান্ডস১ (জাভি সাইমনস ৭’)   –   ইংল্যান্ড – ২ (হ্যারি কেন ১৮’, অলি  ওয়াটকিন্স ৯০’

মুগ্ধ করলেন জাভি সিমন্স। ম্যচের প্রথম সাত মিনিটেই নেদারল্যান্ডসকে কার্যত একক দক্ষতায় গোল করে এগিয়ে দেন দলকে। পেনাল্টি বক্সের বাইরে থেকে দুরন্ত গতির শট রক্ষণ ভেদ করে চলে যায় গোলে।

নেদারল্যান্ডস ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু খেলার ১৭ মিনিটের মাথায় ডেঞ্জিল ডামফ্রিস হ্যারি কেন কে ট্যাকল করতে গিয়ে ফাউল করে বসেন। পেনাল্টি পায় ইংল্যান্ড। ম্যাচের ১৭ মিনিটেই পেনাল্টি   থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেন। প্রথমার্ধের শেষে ফলাফল দাঁড়ায় ইংল্যান্ড ১- নেদারল্যান্ডস ১।

দ্বিতীয়ার্ধে দুই দলই নির্বিষ ফুটবল খেলল। ম্যাচের ৬৫ মিনিটে একটি গোলের সুযোগ তৈরি করে ছিল নেদারল্যান্ড। ভ্যান ডাইকের একটি ফ্রি কিক আসাধারন দক্ষতায় বাঁচিয়ে দেন ইংল্যান্ডের গোল রক্ষক পিকফোর্ড । খেলার ৮০ মিনিটের মাথায় ইংল্যান্ড দলের কোচ হ্যারি কেন ও ফোডেন কে তুলে, নামান ওয়াটকিন্স ও পামারকে।

৯০ মিনিটের মাথায় অদ্ভুত দক্ষতায় গোল করেন ওয়াটকিন্স। এই সময় হ্যারি কেন ও ফোডেন কে তুলে নেওয়ার মতো সাহসী সিধান্ত নিতে সাউথগেটই পারেন। এবং প্রমাণও করে দিলেন তিনিই ঠিক। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে গতবারের মতো এবারও ২০২৪ ইউরো ফাইনালে ইংল্যান্ড। ফাইনালে বিপক্ষ স্পেন।

 

Comments (0)

Leave a comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *