মহিলা টি২০ এশিয়া কাপ,২০২৪ঃ ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
মহিলা টি২০ এশিয়া কাপ,২০২৪ঃ ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
মহিলা এশিয়া কাপ, ২০২৪ (শ্রীলঙ্কা), ফাইনাল, ২৮শে জুন, রবিবার ,
খেলাঃ ভারত বনাম শ্রীলঙ্কা
স্থানঃ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।
ভারত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় । স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মার ওপেনিং জুটি ভালো শুরু করলেও শেফালি বর্মা বড় রান করতে পাড়লেণ না। তিনি ১৯ বলে মাত্র ১৬ রান করে আঊট হয়ে ফিরে যান। সৃতি মাণ্ডাণা আজ ও সুন্দর ফর্মে ছিলেন। স্মৃতি মন্ধানা ৪৭ বলে ৬০ রান করে আঊট হয়ে ফিরে যান। তখন স্কোর ১৩৩ রানে ৫ উইকেট।
জেমাইমা রদ্রিগেজ ১৬ বলে ২৯ রান ও রিচা ঘোষ ১৮ বলে ৩০ রানে ভর করে ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানে ইনিংস শেষ করে।
আজ ভারতের বোলিং ও ফিল্ডিং দুটি বিভাগেই আশানুরূপ ছিল না। ক্যাচ ফেলেছেন এবং বোলিংও ভালো হয়নি। অপর দিকে শ্রীলঙ্কা ব্যাটিং ও রান তোলার গতি দুটিই বজায় রেখে ছিল। ক্যাপ্টেন আতাপাট্টূ ৪৩ বলে ৬১ রান ও হরর্ষিতা সামারাবিক্রমা ৫১ বলে ৬৯ রান করেন। উভয়ই দুটি করে ছয় মারেন। ১৮.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৬৭ রান তূলে নেয় ও ৮ উইকেটে জয় লাভ করে। এবং প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
প্লেয়ার অফ দা ম্যাচ (শ্রীলঙ্কা) হরর্ষিতা সামারাবিক্রমা ৬৯* (৫১)
– Player of the tournament.
– Most runs.
– Unbeaten in the tournament as Captain.
– First Asia Cup title.CHAMARI ATHAPATHTHU, THE FACE OF SRI LANKAN CRICKET 🐐 pic.twitter.com/pMP0V3jlLy
— Johns. (@CricCrazyJohns) July 28, 2024
President Ranil Wickramasinghe congratulates Chamari Atapattu and her team for winning the Asia Cup. pic.twitter.com/zMHqlgUGwN
— Rex Clementine (@RexClementine) July 28, 2024
প্লেয়ার অফ দা টুর্নামেন্ট (শ্রীলঙ্কা) চামারি আতাপাট্টূ
শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত শ্রীলঙ্কা
১৬৫/৬ (২০) ১৬৭/২ (১৮.৪)
ব্যাটিং পরিসংখ্যানঃ
স্মৃতি মন্ধানা ৬০ (৪৭) হরর্ষিতা সামারাবিক্রমা ৬৯*(৫১)
রিচা ঘোষ ৩০ (১৪) চামারি আতাপাট্টূ ৬১ (৪৩)
জেমাইমা রদ্রিগেজ ২৯ (১৬) কবিশা দিলহারি ৩০* (১৬)
বোলিং পরিসংখ্যানঃ
রেণুকা সিং ০/২৩ (৩) কবিশা দিলহারি ২/৩৬ (৪)
পূজা ভাশত্রকার ০/২৯ (৩.৪) সচিনী নিসানসালা ১/২০ (২)
দীপ্তি শর্মা ১/৩০ (৪) উদেশিকা প্রবোধনী ১/২৭ (৩)
Comments (0)