সুপ্রিম শুনানির আবহে ডাক্তারদের উৎসবে ফেরার ডাক মমতা ব্যানার্জিরঃ আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের
সুপ্রিম শুনানির আবহে ডাক্তারদের উৎসবে ফেরার ডাক মমতা ব্যানার্জিরঃ আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের
সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময় সীমা বেঁধে দিলেন ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টা। এই সময়ের মধ্যে কর্মবিরতি বন্ধ করে কাজে না ফিরলে ডাক্তারদের বিরুদ্ধে যথাযতো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং রাজ্য সরকার জে ব্যবস্থা নেবে তাতে সমর্থন থাকবে আদালতের।
সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বাল বলেন, “সরকার চাইলে অন্যত্র ট্রান্সফারও করে দিতে পারবে”। সুপ্রিম কোর্টের রায়ে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন হতাশাই প্রকাশ পেয়েছে। আন্দোলনরত একজন জুনিয়র ডাক্তার বলেন “এই রায় আমাদের আন্দোলনের গতিকে ত্বরান্বিত করার প্রচেষ্টা”।
এই আবহে সুপ্রিম শুনানির পরপরই মমতা ব্যানার্জি বলেন, “এক মাস তো হয়ে গেলো। আমি অনূরোধ করবো পূজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন এবং যত দ্রুত সম্ভব ন্যায়বিচার নিশ্চিত করতে সি. বি. আই-কে অনুরোধ করুন”।
Live from Nabanna:
Chief Minister Mamata Banerjee
1. Compensation as claimed by doctors.
2. Offer money from government to parents to do something in memory of daughter.#Nabanna #MamataBanerjee pic.twitter.com/PkdWDhUNED— sk royal (@skroyal781) September 9, 2024
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সরব হয়েছেন আন্দোলনকারী ডাক্তার থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, “মুখ্যমন্ত্রী মানুষকে উৎসবে ফেরার বক্তব্যকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। “অভয়ার বিচারহীন শবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয় । বিচার না পাওয়া পর্যন্ত উৎসবে ফেরার ডাক অশ্লীল ও অমানবিক”।
সোমবার রাতে একটি সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা বলেন, “আমাদের দাবিগুলি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তাঁদের দাবি গুলির, প্রথম দাবি আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে আড়াল করার চেষ্টা হয়েছে তাঁর জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়তঃ হাসপাতালের প্রতিটি জায়গায় স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তৃতীয়তঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলিতে ভয় দেখানোর যে সংস্কৃতি চলছে তা বন্ধ করতে হবে ও চতুর্থতঃ আর জি করের ঘটনার দায় নিয়ে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও পদ থেকে ইস্তফা দিতে হবে।” তাঁদের এই দাবিগুলি সামনে রেখে আজ তাঁরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন।
Comments (0)