সোমালি জলদস্যুদের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর দুঃসাহসিক অভিযানঃ ৩৫ জন জলদস্যুর আত্মসমর্পণ

সোমালি জলদস্যুদের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর আইএনএস কলকাতা  গত ৪০ ঘন্টা ধরে দুঃসাহসিক অভিযানের পর  ৩৫ জন  সোমালি জলদস্যু আত্মসমর্পণ করতে বাধ্য হয়।  তারা নিশ্চিত করে যে, শনিবার  জলদস্যু জাহাজ থেকে ১৭ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, কোনও আঘাত ছাড়াই।

জলদস্যুরা বাংলাদেশী পণণ্যবাহী  জাহাজ রুয়েনকে ভারতের উপকূল থেকে প্রায় ১৪০০ নটিক্যাল মাইল (২৬০০ কিলোমিটার) দূরে সোমালিয়া উপোকূলে নিয়ে জেতে বাধ্য করে।   আই. এন. এস কলকাতা সর্বপ্রথম  বাধা দেয়। তার সাথে  আই. এন. এস সুভদ্রা, এইচ এ এল ই  আর. পি. এ,  পি৮আই , সামুদ্রিক টহল বিমান এবং  মারকোস-প্রহার্স,  সি-১৭  বিমানের অতিরিক্ত সহায়তায় সু-সমন্বিত পদক্ষেপের মাধ্যমে জলদস্যু জাহাজটি থামতে বাধ্য হয় এবং দুঃসাহসিক অভিযানে সফল হয় ।

Comments (0)

Leave a comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *